Basic Chinese

ব্লোগ

Basic Chinese

বিশ্ব অর্থনীতি এবং সামরিক পরাশক্তি হিসেবে বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে চীন। একই সময়ে ভূ-রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি এবং সামরিক বিষয়াবলিসহ নানা বিবেচনাতেই চীন এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন-অংশীদার। চীন বাংলাদেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে এবং আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে উন্নয়নের পথে আরও এগিয়ে যাওয়ার। এই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে বাংলাদেশের জন্য চীনা ভাষা বা ম্যান্ডারিন ভাষা শেখা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের একটি বড় অংশ দখল করে আছে চীন। দেশের বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করছে চীনের প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের পেশাদার শ্রমিক ও কর্মকর্তারা। তারা আমাদের মাতৃভাষা বাংলা ও আন্তর্জাতিক ভাষা ইংরেজি কোনোটাই তেমন একটা জানে না। দো-ভাষীর সাহায্য নিয়ে তাদের সঙ্গে কাজ করতে হচ্ছে। বেশির ভাগ চীনা ব্যবসায়ী ইংরেজির পরিবর্তে তাদের মাতৃভাষা ম্যান্ডারিনে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু আমাদের দেশে চীনা ভাষা জানা দো-ভাষীর সংখ্যাও কম। চীনা প্রকল্পগুলোতে ভাষা একটি সমস্যা তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বিলাসদ্রব্য সবই এখন চীন থেকে আসছে। চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে এসে ব্যবসাও করছে। বাংলাদেশের পণ্য চীনের বাজারে প্রবেশ করছে আগের তুলনায় অনেক বেশি। এসব কারণে চীনা ভাষা জানা কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। তাই আজকাল অনেক বাংলাদেশি চীনা ভাষা সম্পর্কে জানতে উৎসাহী। ব্যবসায়িক যোগাযোগ এবং অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য তারা এই ভাষা শিখতে আগ্রহী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চীনা ভাষা শেখার গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই এখনো ওয়াকিবহাল নই। যার ফলে কর্মসংস্থানের অনেক সুযোগই নষ্ট হচ্ছে বা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে।

দেশে চীনা দো-ভাষী, ট্যুর গাইড, চীনা ভাষার শিক্ষকসহ নানা ধরনের চাকরি রয়েছে। ভাষা জানলে চীনে ভালো স্কলারশিপও পাওয়া যায়। চীনে এমন কর্মসংস্থানের সুযোগ রয়েছে যেখানে চীনা ভাষা জানলে ভালো উপার্জন করা সম্ভব। দেশে প্রতিদিন ১০ জন চীনা ভাষা জানা কর্মীর চাহিদা আছে। কিন্তু ওই পরিমাণ চীনা ভাষার শিক্ষার্থী আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেই। ঢাকাসহ যেখানেই চীনা কাজ করছে সেখানেই এ ধরনের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। চীনা ভাষা শেখার ক্ষেত্রে আগ্রহ বাড়লেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। উন্নত বিশ্বের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোও অনেকে এগিয়ে গেছে চীনা ভাষা শেখার ক্ষেত্রে। সেসব দেশের সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। চীনকে জানতে হলে চীনা ভাষা জানার কোনো বিকল্প নেই।

একনজরে আমাদের Basic Chinese কোর্স:

মোট ক্লাস ৪৮ টি
সময়কাল ৪ মাস (সপ্তাহে ৩ দিন)
নিয়মিত কোর্স ফি ১৭,০০০ টাকা
ডিসকাউন্ট ফি ১২,০০০ টাকা


Online Admission

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *